আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আকিজ গ্রুপ হচ্ছে বাংলাদশের অন্যতম বৃহত্তম পিন্ডীভূত ব্যবসায় প্রতিষ্ঠান। এই পিন্ডীভূত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল, তামাক, সিরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ, ভোক্তা পন্য সহ আরো অনেক খাত রয়েছে।সম্প্রতি আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহীও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
প্রতিষ্ঠানের নামঃ আকিজ গ্রুপ
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
চাকরির ক্যাটাগরিঃ বেসরকারি চাকরি
পদের সংখ্যা:০৪
বয়স সর্বোচ্চ ৩২ বছর
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
উচ্চতা : সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি।
অভিজ্ঞতা:নিরাপত্তা প্রহরী হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন : সর্বসাকুল্যে ১২ হাজার ‘টাকা
সুযোগ-সুবিধা : উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্যাচুইটি।
কর্মস্থল: হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
পদের নামঃ ড্রাইভার (লাইট ও মিডিয়াম লাইসেন্নধারী)
পদের সংখ্যাঃ ২০.
চাকরির ধরন: ফুল টাইমচাকরির
দায়িত্বসমূহ: পিক-আপ, কাভার্ডভ্যান চালনায় পারদর্শী হতে হবে।
আঅভিত্ততা: গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
বয়স: বয়স সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন কর্মস্হল: বাংলাদেশের যেকোনো স্থানে
পদের নামঃ সিকিউরিটি গার্ড
পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ JSC, SSC, HSC
পদের নামঃকান্ট্রি ডেস্ক এক্সিকিউটিভ (রপ্তানি
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃযেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি যেকোনো স্বনামধন্য সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স/এমবিএ।
চাকরির দায়িত্বসমূহ:ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করুন।বিক্রয় সংক্রান্ত বিদেশী পরিবেশকের সাথে আলোচনা এবং যোগাযোগ করুন।মাসিক বিক্রয় পূর্বাভাস রিপোর্ট প্রস্তুত.রপ্তানিমুখী চিঠিপত্র এবং ঋণ সংগ্রহ পরিচালনা।
আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
আবেদনের শেষ তারিখ:26 এপ্রিল 2022
আগ্রহী প্রার্থীগণকে ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র /জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আগামী ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার, সকাল ১০ টায়সরাসরি সাক্ষাৎকারের জন্য আদৃ-দ্বীন উইমেল মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকতে বলা হল।
চাকরির দায়িত্বসমূহ:
দৈনিক/ সাপ্তাহিক/ মাসিক কাজ নির্ধারন ও কর্মিদের সাথে যোগাযোগ করা
কাজের প্রবাহ তত্ত্বাবধান করা ও দায়িত্বপালণ করা ও সময়সূচি প্রস্তুত করা
কর্মিদের কোচিং করা ও তত্ত্বাবধান করা
বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর পছন্দনীয় স্থানে নিয়োগ প্রদান করা হবে না৷পূর্বের প্রার্থীদের সাক্ষাৎকারে পুনরায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই! আগ্রহী প্রার্থীগণকে ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং ফোন নম্বরসহ পৃ জীবনবৃতান্ত, জাতীয় পরিচয়পত্র /জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতারসনদপত্রের ফটোকপিসহ আগামী ২৭ মার্চ ২০২২, রবিবার, সকাল ১০ টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আদৃ-দ্বীন উইমেল মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকতে বলা হল।
আবেদনের নিয়ম ও শর্তঃ
প্রার্থীকে অবশ্যই উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।উল্লিখিত পদে আকর্ষণীয় বেতনে শিক্ষানবীশ হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষাণবীশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর কর্মদক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধিসহ স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে এবং কোম্পানী প্রদত্ত সার্বিক সুবিধাদিসহ উৎসব বোনাস, গ্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ জীবন বীমা সহপ্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটিসহ অন্যান্য সুবিধাদি ভোগ করতে পারবেন।