নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে , আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ হাজার ৫৩৫

ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। দলীয় মনোনয়ন, নির্বাচনী পরিস্থিতি, ভোটের ষড়যন্ত্রসহ নানা বিষয়ে

প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনে জয়ের পরদিন সোমবার বিকেলে নগরীর দেওভোগ এলাকায় নিজ বাসায় প্রথম আলোর সঙ্গে কথা

বলেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক সেলিম জাহিদ ও নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন

প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক ও গোলাম রাব্বানী।সেলিনা হায়াৎ আইভী: আপনাকেও ধন্যবাদ। আপনারা মিডিয়া কর্মীদের অনেক

কষ্ট করেছেন। আপনার মাধ্যমে নারায়ণজন ও দেশবাসীকে অভিনন্দন। কারণ, দেশবাসীর চোখ ছিল এই নির্বাচনের দিকে।আইভি: ব্যবধান সঙ্কুচিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে

হয়নি। ইভিএম খুব ধীরগতির ছিল, মহিলা ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন। অনেক ভোটার ভোট দিতে পারেননি। এ জন্য ভোট হয়তো কিছুটা কমেছে। বিভিন্ন ইস্যুতে ভোটে একটা ‘সমীকরণ’ হয়েছে, জাতীয় পর্যায়ে তেমন প্রভাব পড়েছে। আমাকে নানা ষড়যন্ত্রের মধ্যে পড়তে হয়েছে, ষড়যন্ত্র খুব সহজ ছিল না, গভীর ষড়যন্ত্র ছিল।আইভী: এই নির্বাচনে আমি অনেক কিছু শিখেছি—যারা কাছের মানুষগুলো চলে যায়, দূরের মানুষগুলো কাছে আসে। সবকিছু নেওয়া যতটা সহজ, রাজনীতিতে ততটা সহজ নয়। কিন্তু আমি কখনোই গভীরভাবে ভাবি না, আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতে চাই। আমি সবসময় মানুষের কথা ভাবতাম।আইভী: নারী ভোটারদের ভোট কেন্দ্র সাধারণত নিচতলায় থাকে। এবার বেশির ভাগ জায়গায় রাখা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় তলায়। অনেক বয়স্ক নারী ভোটার আছেন, তারা হয়তো একবারের বেশি দ্বিতীয় তলায় যেতে চান না। একটি দল তাদের উপস্থিতি

কমাতে নারী ভোটারদের টার্গেট

কমাতে নারী ভোটারদের টার্গেট করেছে। কারণ, নারীরা আমার সমর্থক বেশি। আর নির্বাচন এলেই বাজে অপপ্রচার ও মিথ্যা স্টান্ট চালানো হয়।আইভী: নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সারা দেশ চিন্তিত ছিল, যতদূর জানি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল। নির্বাচনে বিভিন্ন সমীকরণ থাকতে হবে, আমার প্রতিপক্ষ খুবই শক্তিশালী।আইভী: আমি আমার ভোটার ও নারায়ণগঞ্জের জনগণকে উৎসাহিত করতে চাই। তাই সবকিছু নিয়ে কথা বলতে চাই না। 2011 সালের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আমার আত্মীয়দের বাড়িতে অভিযান চালিয়েছিল তা নিয়ে আমি মুখ খুলিনি। আমি শুধু বলেছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, সবাই ভোট দিতে আসবেন। এবার তেমন কোনো সমস্যা না হলেও গভীর ষড়যন্ত্র ছিল। আমি বুঝতে পেরেছিলাম, আমি অনুমান করেছি, আমি আমার মুখ খুলিনি। আমি সব সময় আমার জনগণকে বলেছি নির্বাচনে এসে ভোট দিতে।

আরো পড়ুন 

About admin

Check Also

জলাধার উদ্ধারে যান ঢাকা উত্তর সিটি

জলাধার উদ্ধারে যান ঢাকা উত্তর সিটি

জলাধার উদ্ধারে যান ঢাকা উত্তর সিটি , করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ওই অভিযানে স্থানীয় …